বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১

লোহাগড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্রদল নেতাদের সংবর্ধনা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩১
ছবি: যায়যায়দিন

নড়াইলের লোহাগড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্রদল নেতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নোয়াগ্রাম ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে স্থানীয় এল.এস.জে এন ইউনিয়ন ইনস্টিটিউশনের আসাদুজ্জামান স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি সৈয়দ মাহামুদ আলীর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি তাজিমুজ্জামান চঞ্চলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো: আহাদুজ্জামান বাটু।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আলিম, নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন, নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাহার শেখ, নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা বিপুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক কাজী তরিকুল ইসলাম, লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: ফিরোজ মোল্যা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানভীর হোসেন, নোয়াগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইকরামুল শেখ, উপজেলা ছাত্রদলের আহবায়ক গিয়াস উদ্দিন জুয়েল, সদস্য সচিব মাহাবুবুর রহমান রাজ, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি ফরহাদ ইসলাম, সদস্য সচিব হৃদয়সহ প্রমুখ।

পরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৫ জন ছাত্রদল নেতাকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন ছাত্রদলনেতা ইব্রাহীম মোল্যা, আজিজুর শেখ, হাসিবুল ইসলাম বাচ্চু, রাব্বি ও সাগর। এসময় দলের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে