নদীতে সাঁতার শিখাতে গিয়ে বাবা মেয়ে নিখোঁজ

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৯

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

মানিকগঞ্জের সিংগাইরে নদীতে সাঁতার শেখাতে গিয়ে রাফসা (৯) নামে এক শিশু কন্যার সাথে তার বাবাও নিখোঁজ হয়েছে। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার ধলেশ্বরী নদীর বায়রা ইউনিয়নের কৃষ্ণপুর খেয়া ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।  নিখোঁজ রাফসা ওই ইউনিয়নের পাচপাড়া গ্রামের মহিদুর রহমানের মেয়ে।

থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মহিদুর রহমান তার শিশু কন্যাকে সাঁতার শেখাতে বাড়ির পাশে ধলেশ্বরী নদীর কৃষ্ণপুর খেয়া ঘাট এলাকায় যান। পেটে দুটি বোতল বেঁধে মেয়েকে নদীতে ছেড়ে দেন তিনি। এক পর্যায়ে বোতলের মুখ খুলে ভিতরে পানি ঢুকলে রাফসা পানির নীচে তলিয়ে যায়। পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে বাবা মহিদুরও নিখোঁজ হন। স্থানীয়দের কাছ থেকে  খবর পেয়ে সকাল ১০টা থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ১০ জন এবং ডুবুরি দলের পাঁচ সদস্য তাদের উদ্ধার কাজ শুরু করে। দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বা-মেয়ের সন্ধান মিলেনি।  

আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান জানান,  দুপুর ১টা পর্যন্ত নিখোঁজ বাবা মেয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলবে।

যাযাদি/ এসএম