বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১

বাঁশখালীতে দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময়

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৩
ছবি: যায়যায়দিন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাঁশখালী পূজা উদযাপন পরিষদের উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বাঁশখালী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলার শীলকূপ ওসমান কমিউনিটি সেন্টারে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আরিফ উল্লাহর সঞ্চালনায়, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফার সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব কুমার দাশ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ইসমাইল, আবদুর রহীম ছানুবী, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ঝন্টু কুমার দাশ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জোবায়ের আহমদ, পৌরসভা জামায়াতের আমীর আবু তাহের, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মাওলানা মহিউদ্দিন, অফিস সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক জি এম সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান নূরুল আমিন সিকদার, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ডা. আশীষ কুমার শীল, অধ্যাপক বাবুল কান্তি দেব, মাওলানা শহিদুল্লাহ, রাজীব কান্তি গুহ, শিবির নেতা রিয়াজুল হক, আমিনুল ইসলাম মুকুল প্রমুখ।

এ সময় মতবিনিময় সভায় বক্তারা বলেন, 'দীর্ঘদিন ধরে অনুকূল পরিবেশ না থাকায় জামায়াতে ইসলামী সনাতনী ভাইদের সাথে এভাবে বসে আলোচনা করতে পারেনি। স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে একটি অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় ঘোষণা দিয়ে আজ মতবিনিময় সভা করতে পারছি। এতদিন একজনের দায় আরেকজনকে চাপিয়ে দিয়ে মামলা দেয়া হতো। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে সনাতনী ভাইদের প্রতিপক্ষ হিসেবে উপস্থাপন করা হতো। অথচ গত পাঁচ আগষ্ট স্বৈরাচারের পতনের পর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরাই রাত জেগে সনাতনী ভাইদের নিরাপত্তা নিশ্চিত করেছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি একটি অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টির পায়তারা করতে পারে। তাই সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

বক্তারা আরও বলেন, ‘বাঁশখালীতে সুন্দরভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরাও মাঠে থাকবে। সুতরাং ভয় পাওয়ার কোন কারণ নেই। সবাই নির্ভয়ে, নির্বিঘ্নে পূজা উদযাপন করবেন। ইসলাম সকল ধর্মের অধিকার নিশ্চিত করে।'

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে