বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১

ইন্দুরকানীতে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৭
ছবি: যায়যায়দিন

পিরোজপুরের ইন্দুরকানীতে শারদীয় দুর্গা উৎসব ২০২৪ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় উপজেলার ২৩ টি পূজা মন্ডপে নির্বিঘ্নে শারদীয় দুর্গা উৎসব পালনের সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ৷ আগামী ৯ অক্টোবর থেকে এই উৎসব শুরু হবে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ইন্দুরকানী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (অতি দা:) নাহিদুল হকের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামের উপজেলা শাখার আমির মাওলানা মোঃ আলী হোসাইন,ইন্দুরকানি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র উপজেলা আহবায়ক আলমগীর কবির মান্নু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, শিক্ষা অফিসার খলিলুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে জান্নাত, উপজেলা দুর্নীতি কমিশনের সভাপতি ও এম উই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন গাজী, সাবেক ছাত্র নেতা নাসির উদ্দিন,পত্তাশী ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদা,চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, পারেহাট ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত আব্দুর রাজ্জাক হাওলাদার প্রমুখ।

এসময আরও বক্তব্য দেন ছিলেন বালিপাড়া ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত বাবুল তালুকদার,উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ নুরুজ্জামান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার ডাকুয়, উপজেলা পুজা উদযাপন কমিটির নেতৃ বিন্দ সহ উপজেলা সনাতন ধর্মালাম্বি৷ নেতৃবিন্দ।

এসময় প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন, সাবেক সভাপতি এম আহসানুল সগীর, উপজেলা রিপোর্টার্স ক্লাব সভাপতি আবুল কালাম, সাংবাদিক নাসির উদ্দিন সহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক, বৈষম্য বিরোধি ছাত্র সদস্য লুলু মারজান, লিমা আক্তার, উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (অতি দ.) নাহিদুল হক সভায় আইনশৃঙ্খলা বাহিনির পাশাপাশি স্বেচ্ছা সেবক, সিসি ক্যামেরা স্থানীয় নেতৃবিন্দকে নিয়ে পুজার দেখাভাল কমিটি গঠন করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে