লাকসামে বন্যায় ক্ষতিগ্রস্তদের ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করলো ব্রাক      

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৬

স্টাফ রিপোর্টার কুমিল্লা
ছবি: যায়যায়দিন

কুমিল্লার লাকসামে বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসায় মুদাফফরগঞ্জ ইউনিয়ন ব্র্যাক শাখা অফিসের ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরন ও বহুমুখী স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার  সকাল থেকে বিকেল পর্যন্ত মুজাফফরগঞ্জ ব্র্যাক শাখা অফিসে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গত আগস্ট মাসে ভারতের পানিতে কুমিল্লাসহ প্রায় ১১ জেলা প্লাবিত হয়। প্লাবিত এলাকা থেকে বন্যার পানি কমতে শুরু করার সাথে সাথে মানুষের শরীরে বিভিন্ন রোগ দেখা দিয়েছে। ব্র্যাক এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি  পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প,বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক লাকসাম উপজেলা এলাকার ব্যাবস্থাপক মো. ফরহাদ হোসেন,শাখা ব্যাবস্থাপক জামাল উদ্দিন, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জহুরুল হকসহ ব্র্যাকের মেডিকেল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম