বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১

ফটিকছড়ি বার এসোসিয়েশন প্রার্থীদের হ্যাট্রিক দায়িত্ব

ফটিকছড়ি প্রতিনিধি
  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২
ছবি: যায়যায়দিন

ফটিকছড়ি বার এসোসিয়েশন কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ কমিটি গঠিত হয়েছে। ৯ সদস্য বিশিষ্ট এ কমিটির প্রতিটি পদে একজনের বেশি প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন ছাড়াই প্রার্থীরা দায়িত্ব পেয়েছেন। পূর্বের ন্যায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এড.লিয়াকত আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে এড.জহুরুল ইসলাম।

এছাড়াও অন্যান্য ৭টি পদেও আগের দায়িত্বরতরাই পুনরায় দায়িত্ব পেয়েছেন। এতে করে এ কমিটির সবাই ৩য় বারের মত স্ব-পদে বহাল থেকে হ্যাট্রিক করলেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) কমিটি ঘোষণা উপলক্ষে উপজেলা আদালত ভবন সংলগ্ন বার ভবনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সিনিয়র সহকারী জজ মোহাং মেজবাহ উদ্দিন ভূঁইয়া। তিনি দায়িত্বপ্রাপ্তদের হাতে ডিক্লেয়ারেশন পেপার তুলে দেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে ২০২৪-২৫ সনের দায়িত্বরত কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার এড. মোহাম্মদ জাবেদ মোরশেদ।

বার এসোসিয়েশন এর অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র-সহ-সভাপতি পদে এড.মো:, আজিজুল হক, সহ-সভাপতি পদে এড.উত্তম কুমার মহাজন, সহ - সাধারণ সম্পাদক পদে এড. মো: আবু হামিদ জিয়াদ, অর্থ সম্পাদক পদে নুরুল ইসলাম, দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে এড.মোহাম্মদ হামিদ উল্লাহ, কার্য্য নির্বাহী সদস্য পদে এড.মোহাম্মদ আমিন উল্লাহ ও বাবু বিশ্বপতি শীল (বিশ্বজিৎ)।

এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন- এড.মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ ফরিদ আহমদ, মোহাম্মদ নসরত আলম বাবর, শেখ মুহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ মাসুম হোসেন, মোহাম্মদ নিয়াজ মোরশেদ, ব্যাংকার মোহাম্মদ একরামুল হক, মোহাম্মদ নজরুল ইসলাম, কাজী রহিম উদ্দিন, কুমার কিশোর রাসেল, বাবু লিটু পাল, মোহাম্মদ ইফতেখার উদ্দিন চৌধুরী, শারমিন আক্তার, মোহাম্মদ নুরুল ইসলাম, যিশু কৃষ্ দে , মোহাম্মদ আরাফাত বিন ফারুকী প্রমুখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে