বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১

গফরগাঁওয়ে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে মানববন্ধন 

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৪
ছবি: যায়যায়দিন

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও একটি শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে ময়মনসিংহের গফরগাঁওয়ে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পরিবারের আয়োজনে গফরগাঁও প্রেসক্লাবের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন দাবি দাওয়ার বিষয় নিয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সভাপতি এসএম মোমতাজ উদ্দিন, গফরগাঁও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আলাউদ্দিন , উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইসমাইল হোসেন সোহেল, রৌহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আহমেদ ও ছিপান দাখিল মাদ্রাসার সুপার ময়েজ উদ্দিন প্রমুখ।

পরে বিভিন্ন দাবি সংবলিত একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিনের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার নিকট প্রেরণ করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে