বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনকালে বাল্কহেডসহ আটক ২৮

চাঁদপুর প্রতিনিধি
  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯
ছবি: যায়যায়দিন

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১টি ড্রেজার ও ৯টি বাল্কহেডসহ ২৮ জন শ্রমিককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহারচর নামক স্থানে কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন।

অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। রাতে চাঁদপুর নৌ পুলিশের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

আটক ব্যক্তিরা চাঁদপুর, নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদেরকে বাল্কহেড ও ড্রেজারে অবস্থানকালে আটক করা হয়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জহির জানান, আটক ব্যক্তিরা ফাঁড়ি হেফজাতে রয়েছে। তাদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা প্রক্রিয়াধীন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর কোস্টগার্ড ও চাঁদপুর নৌ পুলিশের আরেকটি যৌথ অভিযানে বাল্কহেড ও ড্রেজারসহ ৩৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে একই আইনে মামলা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে