আত্রাইয়ে গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৯

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নওগাঁর আত্রাইয়ে কৃষকের গোয়ালঘরের তালা কেটে ৮ টি গরু চোরেরা নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাতে উপজেলার দীঘিরপাড় গ্রামে।

জানা যায়,ওই গ্রামের হাজি নিজামুদ্দিন প্রতিদিনের ন্যায় সোমবার দিবাগত রাতে গোয়ালঘরে তালা দিয়ে বাড়িতে ঘুমিয়ে যান। সকালে গরু বের কারর জন্য গোয়ালঘরে গিয়ে দেখেন গোয়ালঘরের তালা কাটা এবং সেখানে রাখা ৮ টি গরু চুরি হয়ে গেছে। 

যার আনুমানিক মূল্য ১০ থেকে ১১ লাখ টাকা হবে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এ ঘটনায় কৃষক নিজামুদ্দিন হতাশ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সাড়াদিন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও গরুগুলোর কোন সন্ধান করতে পারেননি কৃষক নিজাম। 

এদিকে পুলিশের নিস্ক্রিয় ভূমিকার কারনে এলাকায় চুরির সংখ্যা বেড়েই চলেছে বলে অনেকের অভিযোগ। সোমবার রাতে এত বড় চুরির ঘটনা ঘটলেও গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেননি বলে জানা গেছে। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেন বলেন, সংবাদ পাওয়ার পর সাথে সাথে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছি। আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন বলেন,ঘটনাটি আমি শুনেছি। তবে এখন পর্যন্ত কেই এ ব্যাপারে কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

যাযাদি/ এসএম