নড়াইলে মানহানি মামলায় খালেদা জিয়ার অব্যাহতি

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৫

স্টাফ রিপোর্টার,নড়াইল
সংগৃহীত ছবি

নড়াইলে ২০১৬ সালে দায়ের করা একটি মানহানির মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহেদেী হাসান এ খালাস আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২১ ডিসেম্বর ঢাকায় এক সমাবেশে স্বাধীনতা যুদ্ধে শহীদের সংখ্যা ও শেখ মুজিবুর রহমান সম্পর্কে বেগম খালেদা জিয়ার একটি বক্তব্যকে বিভ্রান্তি মূলক আখ্যা দিয়ে ওই বছরের ২৪ ডিসেম্বর রায়হান ফারুকী ইমাম নামে এক ছাত্রলীগ নেতা বাদী হয়ে বিএনপির দলীয় প্রধান খালেদা জিয়ার বিরুদ্ধে মানাহানির মামলা দায়ের করেন।

মামলার বাদী আদালতে উপযুক্ত কারণ উপস্থাপন ছাড়া দীর্ঘ দিন অনুপস্থিত এবং মামলার কোনো তদবির না করায় মঙ্গলবার মামলায় অভিযোগ গঠনের ধার্য দিনে আদালত মামলাটি খারিজ করে অভিযুক্ত খালেদা জিয়াকে খালাস প্রদান করেন।

এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজিবী ফোরামের আহ্বায়ক এড.তারিকুজ্জামান লিটু বলেন,দীর্ঘদিন এ মামলাটি ঝুলিয়ে রাখা হয়েছিলো আজ সেই মামলায় গণতন্ত্রের মমমতাময়ীর মামলায় অব্যাহতি প্রদানের মাধ্যমে বিচার বিভাগে আবার গণতন্ত্র ফিরে এসেছে।

যাযাদি/এসএস