কিশোরগঞ্জ পৌরসভায় ২ মাসব্যাপী মশক নিধন কর্মসূচির উদ্বোধন

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৩

কিশোরগঞ্জ প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

কিশোরগঞ্জে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ নিয়ন্ত্রণে কিশোরগঞ্জ পৌরসভায় দুই মাস ব্যাপী মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়।

আজ দুপুরে শহরের কালীবাড়ি  মোড়স্থ বিজয় চত্বরে কিশোরগঞ্জ স্থানীয় সরকার উপপরিচালক ও কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক মুকতাদিরুল আহমেদ এর সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা: সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার সহ কিশোরগঞ্জ পৌরসভার কাউন্সিলর বৃন্দ। 

উদ্বোধন অনুষ্ঠান শেষে  সাধারণ জনগণের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

যাযাদি/ এম