মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১

পূর্বধলায় শিক্ষা ব্যবস্থা জাতীয় করনের দাবীতে মানববন্ধন 

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি
  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫১
ছবি : যায়যায়দিন

বেসরকারী মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের দাবীতে নেত্রকোণার পূর্বধলায় আজ মঙ্গলবার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

উপজেলার মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে আয়োজিত উপজেলা পরিষদ গেইটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষা সংস্কার কমিশন গঠন ও জেলা শিক্ষা অফিসার পদে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের চলতি দায়িত্ব প্রদানের দাবী জানানো হয়। মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর লিখিত স্মারকলিপি তুলে দেওয়া হয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসানের হাতে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু বকর ছিদ্দিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আব্দুল লতিফ মাসুদ, বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সভাপতি বদরুজ্জামান মিন্টু, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, পূর্বধলা শাখার সভাপতি মো: নিজাম উদ্দিন, সাধারন সম্পাদক মো: গোলাম মোস্তফা, কাপাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কফিল উদ্দিন, সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহতাব উদ্দিন খান, জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুহুল আমিন, এন. জারিয়া ঝানজাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লুৎফর রহমান, ধলা মুলগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: একলাছ মিয়া, মেঘশিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল ওয়াহাব, নারায়নডহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু বকর সিদ্দিক তালুকদার, পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদীপ চন্দ্র সরকার, দেওটুকোণ আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন চন্দ্র সরকারসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধানগণ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে