মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১

শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৬
ছবি: যায়যায়দিন

বৈষম্য দূরীকরণের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলে পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবী নিয়ে মঙ্গলবার বেলা ১১ ঘটিকার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে মাধ্যমিক শিক্ষক পরিবার। এ সময় সভাপতিত্ব করেন জেলা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি মো. আশরাফুল ইসলাম। এতে পরিচালনা করেন সদর উপজেলা শিক্ষক ফোরামের সভাপতি মো. সাফায়েত আহমেদ, মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর হায়দার ফকির, লতিফা আব্বাছ মডেল আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মো. আবদুল মোতালেব, প্রভাষক মাহাবুব আলম, মাধ্যমিক শিক্ষক পরিবারের পক্ষে মোহাম্মদ তফাজ্জল হোসেন, শিক্ষক ফোরামের সদর সভাপতি মো. আফজাল খান, সাধারণ সম্পাদক মো. আবুল হাসান, দক্ষিণ বিশিউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুল আলম প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে