কুরআনুল কারিমকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতার মসনদে আসীন করার সময় এসেছে: শাহজাহান চৌধুরী

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৬

চট্টগ্রাম ব্যুরো
ছবি: যায়যায়দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ ও চট্টগ্রাম মহানগর আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, সময় এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বুঝার। কুরআনুল কারিমকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতার মসনদে আসিন করার।

সোমবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকার জামান হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ১৪ নম্বর লালখাঁন বাজার ওয়ার্ডের উদ্যোগে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এ কথা বলেন।

সংসদীয় দলের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী আল্লাহর নিকট একটি সহীহ মুকবুলিয়াত সংগঠন। সম্পূর্ণ বেআইনিভাবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার মাত্র তিনদিনের মধ্যেই প্রায়ই ১৬ বছর ক্ষমতা থাকা দল স্বৈরাচার ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

চট্টগ্রাম মহানগর আমীর শাহজাহান চৌধুরী বলেন, আওয়ামী সরকার জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সম্পূর্ণ অন্যায় আদেশের মাধ্যমে জুডিশিয়াল কিলিং করেছে নেতৃত্ব শূন্য করার জন্য। এমন কোন অপপ্রচার নেই যা জামায়াতে ইসলামীর নামে করেনি।

কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য শাহজাহান চৌধুরী পবিত্র কুরআনুল কারিমকে বুঝে এর আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সাজিয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে পার্কভিউ হাসপাতালের চেয়ারম্যান ডা. এ কে এম ফজলুল হক কুরআন ও হাদিসের আলোকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় ১৪ নম্বর লালখাঁন বাজার ওয়ার্ড আমীর মাওলানা আবু রাশেদের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি আনোয়ারুল করীমের সঞ্চালনায় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, খুলশী থানা আমীর অধ্যাপক আলমঙ্গীর ভূঞা, থানা সেক্রেটারি আইয়ুব আলী হায়দার। দারসুল কুরআন পেশ করেন সাবেক ছাত্রনেতা আসাদ উল্লাহ আদিল। কুরআন তেলাওয়াত করেন আতাউল্লাহ বাহারী। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। 

যাযাদি/ এসএম