হিলিতে সূর্য ও নাইম হত্যা মামলার আসামি সুরুজ গ্রেপ্তার 

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫২

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

৫ আগস্ট দিনাজপুরের হাকিমপুরের হিলিতে সাবেক পৌর মেয়রের বাড়িতে দুই হত্যা মামলার আসামি সুরুজ আলী (৪০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত সুরুজ আলী হিলির দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজপাড়ার) আশরাফ আলীর ছেলে। সে হিলি পৌর আওয়ামীলীগের সদস্য। 

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম।

তিনি জানান, গত ৫ আগস্ট হিলির সাবেক পৌর মেয়রের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় ওইবাড়ি থেকে সূর্য ও নাইম নামের দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি টিম। এঘটনায় ২৩ জনসহ অজ্ঞাত আরও ১০০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের হয়। আজ সকালে এই মামলার ১৯ নং আসামি সুরুজ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। বাঁকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। 

যাযাদি/ এসএম