ধামইরহাটে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের মানববন্ধন

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নওগাঁর ধামইরহাটে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ধামইরহাট উপজেলা পরিষদ চত্বরে মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- অধ্যক্ষ মো. ইদ্রিস আলী, প্রধান শিক্ষক মো. মুকুল হোসেন, প্রধান শিক্ষক আব্দুর রহমান, সুপারিন্টেন্ডেন্ট মো. নজরুল ইসলাম, আফজাল হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

যাযাদি/এসএস