মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১

বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল কাঁচামাল ব্যবসায়ীর, আহত ৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১১
ছবি: যায়যায়দিন

গাজীপুরের শ্রীপুরে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই হেলাল মিয়া নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর ছেলেসহ আরও ৪জন ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোরের দিকে শ্রীপুর-মাওনা আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার টেংরা রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল মিয়া (৫০) পৌর এলাকার লোহাগাছ গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্রীপুর বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। আহতরা হলেন, নিহত হেলাল মিয়ার ছেলে সুমন মিয়া,কাঁচামাল ব্যবসায়ী জালাল উদ্দিন,আহসান উল্লাহ ও সিএনজি চালক বোরহান।

নিহতের ছেলে সুমন মিয়া বলেন,'মঙ্গলবার ভোরের দিকে মাওনা চৌরাস্তার কাঁচামালের আড়ৎ থেকে মাল কিনতে ওই সিএনজি নিয়ে শ্রীপুর চৌরাস্তা থেকে আমরা ৪জন রওনা দেই। শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের কিছুদূর টেংরা রাস্তার মোড়ে যেতেই সামনে থেকে বেপরোয়া গতির একটি বাস আমাদের বহনকারী সিএনজিকে মুখোমুখি চাপা দেয়। এতে সিএনজিতে থাকা আমার বাবা মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আহতদেরকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।'

তিনি আরও বলেন,'বাসটির সামনের লাইট ছিলোনা এবং চালক রং সাইটে গিয়ে আমাদের সিএনজিকে চাপা দিয়েছে।'

শ্রীপুর বাজারের ব্যবসায়ী রাজা মিয়া বলেন,' ভোরের দিকে আঞ্চলিক সড়কে চলাচল করা বাস গুলোর বেশীরভাগই হেলপার দিয়ে বাসস্ট্যান্ডে আনা হয়ে থাকে। যার ফলে প্রায়ই ঘটে এমন দুর্ঘটনা । আজকেও হয়তো এমন একটা কিছু হয়েছে। কেননা, আজকের দুর্ঘটনার সময় ওই বাসটির হ্যাডলাইট জ্বালানো ছিলো না।'

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: শাহরীনা খানম জানান, ভোরে ৩জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক ছিল।প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে, আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

শ্রীপুর থানার কর্তব্যরত পুলিশ অফিসার উপপরিদর্শক (এস.আই) সোহেল রানা বলেন,' সড়ক দুর্ঘটনার বিষয়ে কেউ থানায় অবগত করেনি। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাতে পারবো। এছাড়াও নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও উর্ধতন কর্মকর্তাদের সিদ্ধান্তে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।'

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে