মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১

শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্য দুরীকরণের দাবিতে সিংগাইরে মানববন্ধন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৭
আপডেট  : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৯
ছবি: যায়যায়দিন

মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ,জাতীয়করনের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ ৪ দফা দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের উদ্যোগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ১১টায় পৌর শহরের ভাষা শহিদ রফিক সরণিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে উপজেলার সরকারি-বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আক্রাম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বুকর সিদ্দিকী, গোবিন্দল ঘোনাপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সরকার, ইসলামপুর নবদিগন্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, খাসের চর মাহমুদিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সামসুদ্দিন, চারিগ্রাম উচ্চ বিদ্যালিয়ের সহকারী শিক্ষক মুক্তার হোসেন, বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কুদ্দুস মোল্লা, তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মঞ্জুরুল আলম ও পারিল নুর মহসিন বিদ্যায়তনের সহকারী শিক্ষক মোজাম্মেল হোসেন।

মানববন্ধন সঞ্চালনা করেন জামির্তা সত্য গোবিন্দ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদিন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ((ইউএনও) পলাশ কুমার বসু মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষক নেতৃবৃন্দ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে