মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১

লৌহজংয়ে বাল্য বিবাহ বন্ধ করলেন থানার নবাগত ওসি

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৪
ছবি: যায়যায়দিন

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় একটি বাল্য বিবাহ তার নিজ উদ্যোগে বন্ধ করলেন লৌহজং থানার নবাগত অফিসার ইনচার্জ হারুন অর রশিদ।

থানা সুত্রে জানা যায়, সোমবার ২৩ সেপ্টেম্বর গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন উপজেলার খিদিরপাড়া গ্রামের জনৈক জুয়েল শেখেরর বাড়িতে একটি অপ্রাপ্ত বয়সের মেয়ের বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। তাৎক্ষণিকভাবে তিনি সংগিয় ফোর্স নিয়ে জুয়েল শেখের বাড়িতে যান। তিনি গিয়ে ঘটনার সত্যতা পান এবং জানতে পারেন, মুন্সীগঞ্জ জেলা সদরের ইসলামপুর গ্রামের জনৈক মাসুদের ১৩ বছরের মেয়ে ইফাত মনির সাথে লৌহজং উপজেলার খিদিরপাড়া গ্রামের জনৈক জুয়েল শেখের ১৯ বছরের ছেলে তাফিনের সাথে এই বাল্য বিবাহের কার্যক্রম চলছে। তাৎক্ষণিকভাবে তিনি উভয় পক্ষকে সতর্ক করে বাল্য বিবাহ বন্ধ করে দেন। কন্যা ইফাত মনিকে (১৩) উদ্ধার করে তার বাবা ও মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে