মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১

নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে সভা

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪২
ছবি: যায়যায়দিন

নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সভা কক্ষে।

সোমবার দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

সভায় জানানো হয় নীলফমারী জেলায় এ পর্যন্ত ডেঙ্গু রোগের চিকিৎসা নিয়েছেন ৪৭ জন। এরমধ্যে ৪১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬ জন। ডেঙ্গু প্রতিরোধে বাসা বাড়ি, ফুলের টব ও বিভিন্ন আসবাব পরিষ্কার পরিচ্ছন্ন রাখাতে জনসচেতনতা মুলক কার্যক্রম বাড়াতে হবে।

নবাগত পুলিশ সুপার মোর্শেদ আলম, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমানসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরআগে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমানসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলার আইনশৃঙ্খলাসহ আসন্ন শারদীয় দূর্গা উৎসবে সনাতন ধর্মাবলীরা যাতে নির্বিঘ্নে উৎসব পালন করতে পারে সে বিষয়ে বিস্তর আলোচনা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে