মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১

ঈশ্বরগ‌ঞ্জে শিক্ষক‌দের মানববন্ধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতি‌নি‌ধি
  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৯
ছবি: যায়যায়দিন

শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিসহ আরো বেশকিছু দাবি জানিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন করা হয়।

এসময় শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহীন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূইয়া মনি।

মানববন্ধনে শিক্ষক নেতারা বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ বিভিন্ন দাবি জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এছাড়াও তারুন্দিয়া জগত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনুর রশীদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক শামসুল ইসলাম, ধীতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ ফারুক, রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক আকন্দ, মাইজবাগ পাছপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুস সুলতান শাহীন, এসেট কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ শেখ ইউসুফ, ইউনুস খাদিজিয়া বালিকা দাখিল মাদরাসার সহকারী মৌলবী শামসুল ইসলাম, চরনিখলা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এম এ ওমর ফারুক আহমেদ, সহাকারী শিক্ষক পস্তারী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল মুনসুর বকুল, আব্দুল হক ভুইয়া, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক আনোয়ারুল ইসলাম, সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুরুল হক ভূইয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষকবৃন্দ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে