আনোয়ারায় হাতির আক্রমণে নিহত ২

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪১

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

চট্টগ্রামের আনোয়ারায় হাতির আক্রমণে একই রাতে দুজন নিহত হওয়ার  খবর পাওয়া গেছে। নিহতরা  হলেন- বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক ৪ নম্বর ওয়ার্ডের মৃত মুজিবুল হকের ছেলে মো. কাশেম (প্রকাশ দুলাল) (৬০) ও পূর্ব বৈরাগ ৮ নম্বর ওয়ার্ডের মো. আক্তারের স্ত্রী রেহেনা আক্তার (৩৮)।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক আশ্রয়ণ প্রকল্প ও পূর্ব বৈরাগ খোশাল তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দিনমজুর দুলাল বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক ৪ নম্বর ওয়ার্ডের উত্তর গুয়াপঞ্চক শাহ আহমদ বাড়ির বাসিন্দা। নিজের কোনো জায়গা না থাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পে ঘরে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করে আসছেন। গত কয়েক বছর ধরে ওই এলাকায় হাতির আনাগোনা বেড়ে গেছে। খাবারের সন্ধানে আসা একপাল হাতি আশ্রয়ণ প্রকল্পে আক্রমণ করে। স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে নিয়ে অভাবের সংসারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনকারী।স্বজনরা তাকে হারিয়ে পরিবারের লোকজন নির্বাক। 

এদিকে এরপর হাতিগুলো বৈরাগ খোশাল তালুকদারবাড়ি এলাকায় গেলে রাত ১টার দিকে বিশেষ কাজে ওই নারীকে ঘর থেকে বের হলে হাতির পালের আক্রমণের শিকার হন। সেখানেই ওই নারীর মৃত্যু হয়। 

স্থানীয় বৈরাগ ইউপি চেয়ারম্যান মো. নোয়াব আলী সাংবাদিকদের বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে কেইপিজেডে অবস্থান নেওয়া হাতির তাণ্ডবে অতিষ্ঠ পুরো আনোয়ারা-কর্ণফুলীবাসী। 

যাযাদি/ এসএম