কলমাকান্দায় বারসিক এর বৃক্ষরোপন

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কলমাকান্দার চন্দ্রডিংগা গ্রামে পাহাড়ি ছড়ার বাঁধ সুরক্ষায় বেসরকারি গবেষণা সংস্থা বারসিক এর সহযোগিতায় সুপারী চারা রোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন বারসিক এর উপজেলা সমন্বয়কারী গুঞ্জন রেমা, বন্ধু ফাউন্ডেশন এর শাখা ব্যবস্থাপক নাঈম ইসলাম ও বাঁধ রক্ষা কমিটির সদস্যবৃন্দ। 

এখানে উল্লেখ্য যে ২০২২ সালের পাহাড়ি ঢলের কারণে চন্দ্র ডিংগা ছড়ার বাঁধ ভেঙে বসতভিটা, আবাদী কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়। বসতভিতা ও আবাদী কৃষিজমি রক্ষায় বারসিক এর উদ্যোগে ২০২২ সালে বাঁধ সংস্কার করে দেওয়া হয় প্রায় এক কিলোমিটার। সেই বাঁধ সুরক্ষার জন্য গত বছর বৃক্ষরোপন করা হয়েছিল এরই ধারাবাহিকতায় এবারও বাঁধ সুরক্ষার জন্য বৃক্ষ রোপন করা হয়।

যাযাদি/ এসএম