মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১

চুয়াডাঙ্গায় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত ভার্চুয়ালি সভা 

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৩
ছবি: যায়যায়দিন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল মোঃ ময়নুল ইসলাম, এনডিসি'র সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্সের মূল ভবনের দ্বিতীয় তলার (হল অব প্রাইড) সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১ টায় এ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ থেকে ভার্চুয়ালি কনফারেন্সে সংযুক্ত ছিলেন খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

সভায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তামূলক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

ভার্চুয়ালি এ কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); সকল অফিসার ইনচার্জগণ, কোর্ট ইন্সপেক্টর, টিআই, আরআই, ইনচার্জ, সাইবার ইউনিট, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে