সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১

সৈয়দপুরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কর্মীসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৯
সংগৃহীত ছবি

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এম তরুণ দে বলেছেন ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকা বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের মানুষের সাথে রয়েছে আত্মার সম্পর্ক। অথচ এর বিপরীত হচ্ছে আওয়ামীলীগ। তারা মুখে সম্প্রীতির কথা বললেও তাদের আমলেই হিন্দু সম্প্রদায়ের লোকজন সবচেয়ে বেশী নির্যাতিত হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৈয়দপুরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখা আয়োজিত কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি ওইসব কথা বলেন।

"ধর্ম যার যার রাষ্ট্র সবার" এ শ্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত ওই কর্মীসভাটি হয় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মো. আব্দুল খালেক। সংগঠনটির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দেবাশীষ সরকার দেবা এতে সভাপতিত্ব করেন। কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য বলেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্না, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মিন্টু বসু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন, আয়োজক সংগঠনের সৈয়দপুর সাংগঠনিক জেলার অন্যতম নেতা ও সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা (নিক্কি)। কর্মীসভায় প্রধান বক্তা এস এম তরুণ দে আরও বলেন, এদেশে আমাদের বাপ দাদারা জন্ম নিয়েছেন, আমরা বাংলাদেশের নাগরিক। তারপরেও কোন কিছু হলেই আমাদের সম্প্রদায়কে নিয়ে শুরু হয় ষড়যন্ত্র। ৫ আগস্টের পর দেশকে অস্থিতিশীল করে তুলতে গভীর ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। তিনি বলেন, সারাদেশে যেসব ঘটনা ঘটেছে সবগুলোই ষড়যন্ত্রের অংশ। কিন্তু আমরা সেই ষড়যন্ত্র সফল হতে দিবনা। বলেন তিনি,'। তরুণ দে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি সবসময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য সকল সম্প্রদায়ের পাশে ছিল, আছে, এবং ভবিষ্যতেও থাকবে। সংগঠনকে শক্তিশালী করতে সকলকে একসাথে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, যেখানে ষড়যন্ত্রের গন্ধ পাবেন, সেখানেই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করবেন। এজন্য বিএনপিসহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট সবসময় আপনাদের পাশে থাকবে। সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সহসভাপতি টিকেন্দ্র জিৎ রায় মিরু'র সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন, সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, ত্রাণ বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী, বিএনপি নেতা প্রভাষক শওকত হায়াত শাহ, সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন, সৈয়দপুর জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, কিশোরগঞ্জ উপজেলা কৃষক দলের সহসভাপতি বিশ্বাষ বাবু, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সদস্য সমাজসেবক নন্দ কুমার রায়, অধির কুমার রায়, কমলা কান্ত রায় প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রেনু, সাধারণ সম্পাদক রুপা বেগম প্রমুখ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে