সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১

কুতুবদিয়ায় জনস্বাস্থ্য দপ্তরের উদ্যােগে সেবা সহজীকরণ ও হয়রানি রোধ সভা  

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৮
ছবি : যায়যায়দিন

কুতুবদিয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যােগে সেবা সহজীকরণ ও হয়রানি রোধ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যান আবদুল হালিমের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের মেকানিক সোহেল রানার সঞ্চালনায় ওয়াটশন কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ফরহাদ মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নলকূপসহ অত্র দপ্তরের বিভিন্ন সেবা পেতে সরকারি ফি এ-চালান এর মাধ্যমে ব্যাংকে জমা নেওয়া হয়। এছাড়া আর কোন ধরনের অর্থিক লেনদেন করার সুযোগ নেই। অত্র দপ্তরের সকল সেবার সম্পূর্ণ খরচ বহন করে সরকার। এর মধ্যে অত্র দপ্তরের নাম ব্যবহার করে কেউ কোন ধরনের লেনদেন করলে এর দায়বার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিবে না এবং তিনি সকলের কাছে এ বিষয়ে সর্তক থাকতে অনুরোধ করেন। সেক্ষেত্রে উপকারভোগীদের কোন ধরনের সমস্যা থাকলে সরাসরি অফিসে গিয়ে অভিযোগ বক্সে অভিযোগ জমা দেওয়ার অনুরোধ করেন তিনি।

এছাড়া, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি মেম্বার যথাক্রমে প্যানেল চেয়ারম্যান-২ কলিম উল্লাহ,ফারুক, ইলিয়াস, শাহ-আলম, সংবাদকর্মী শাহেদুল ইসলাম মনির,আবুল কাশেম,উপকারভোগী মনির প্রমুখ।

এসময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারী ও প্রায় শাতধিক উপকারভোগী উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে