কটিয়াদীতে বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু 

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৭

কটিয়াদী ( কিশোরগঞ্জ)  প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

কিশোরগঞ্জের কটিয়াদীতে মোঃ আফজল মিয়া (২২) নামে  এক যুবক বিষধর সাপের কামড়ে প্রাণ হারিয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে উপজেলা দক্ষিণ চরপুক্ষিয়া গ্রামে।

নিতহ আফজাল হোসেন জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়া গ্রামের মো. মিলন মিয়ার ছেলে।

জানাযায়, রবিবার রাতে উপজেলা জালালপুর ইউনিয়নের কাজির বাজারের পাশে কলা বাগানে  প্রস্রাব করতে গেলে বিষধর সাপ আফজল মিয়া পায়ে কামড় দিয়ে চলে যায়। 

ঘনটার স্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় ওঝা দিয়ে ঝাড়ফুঁক করার  সময় আফজালের  অবস্থা অবনতি হলে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষনা করেন।

নিহত আফজল মিয়া পিতা মিলন মিয়া জানান, রোববার দিবাগত রাতে  বাজারের  পাশে কলা বাগানে  প্রস্রাব করতে গেলে বিষধর সাপ ছেলের পায়ে কামড় দেয়।  রশি দিয়ে ক্ষতস্থানের ওপরে বেঁধে গ্রাম্য ওঝা দিয়ে ঝাড়ফুঁক করা হয়। ছেলের  শারীরিক অবস্থার অবনতি হলে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলেকে মৃত ঘোষনা করেন। 

ছেলে মৃত্যু সময় ১ বছর বয়সের এক মেয়ে শিশু রেখে গেছে। তার অকাল মৃত্যুতে এলাকায়  শোকের ছায়া  নেমে এসেছে। 

যাযাদি/ এম