সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১

দাউদকান্দির প্রথম নারী ইউএনও নাঈমা ইসলাম

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৯
ছবি: যায়যায়দিন

দাউদকান্দি উপজেলায় প্রথমবারের মতো নারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন নাঈমা ইসলাম। বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্ব বুঝে নেন তিনি। এর আগে তিনি খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার সকালে দাউদকান্দি উপজেলার ইউএনও হিসেবে দায়িত্বভার গ্রহণের সময় দাউদকান্দি অফিসার্স ক্লাব তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা নাঈমা ইসলাম ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডার। তিনি ২০১৬ সালে চট্টগ্রাম জেলা সদরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মজীবন শুরু করেন।

দাউদকান্দি উপজেলার দায়িত্বভার গ্রহন করে ইউএনও নাঈমা ইসলাম বলেন, ‘একজন সরকারি কর্মচারী হিসেবে নারী বা পুরুষ ভেদাভেদ করতে চাই না। নারী পুরুষ সবার জন্য কাজ করতে চাই। বাংলাদেশে পিছিয়ে পড়া অনেক নারীরা আছেন, সুযোগ পেলে তাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা থাকবে।’

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে