সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী সন্ত্রাসী টোকাই সাগরসহ ২ জনকে হত্যা

বগুড়া প্রতিনিধি
  ২২ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৪
ছবি সংগৃহীত

বগুড়ার শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল বাজারে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী সাগর তালুকদার ওরফে টোকাই সাগর ও তার সহযোগী স্বপনকে রবিবার রাতে কুপিয়ে খুন করা হয়েছে । এ সময় মুক্তা নামে আরেকজনের হাতের কব্জি কেটে নিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, সাগরের বিরুদ্ধে হত্যা, মাদকসহ ১৮টি মামলা রয়েছে। সে শাজাহানপুর উপজেলার শাবরুল হাটখোলা পাড়ার গোলাম মোস্তফা তালুকদারের ছেলে। তার সহযোগী স্বপন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার সাবরুল ছোট মন্ডলপাড়া এলাকায় এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল ছোট মন্ডলপাড়া এলাকায় বাহিনীর সদস্যদের নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন সাগর। এ সময় মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে সাগর ও তার দুই সহযোগীকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই সাগর ও স্বপন নিহত হন। আহত আরেক সহযোগীকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে বগুড়ার পুলিশ সুপার জিদান আল মুসা, অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রশিদসহ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রশিদ জানান, শীর্ষ সন্ত্রাসী সাগর ও তার এক সহযোগী প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। তবে হামলাকারীদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। সাগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যাসহ এক ডজন মামলা আছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে