সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

নড়াইল টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নড়াইল
  ২২ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫২
ছবি : যায়যায়দিন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী আবুল বাসার আল মামুন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবাগত জেল প্রশাসক শারমিন আক্তার জাহান,বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন(পুলিশ সুপার পদমর্যাদাপ্রাপ্Í),উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস,সদও উপজেলার সহকারী কমিশনার ভুমী দেবাশিষ অধিকারী,জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর সহকারী পরিচালক মোঃ ইকবাল হোসেন,প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার আবু হাসান আল যুবায়ের,বিসিকের উপব্যবস্থাপক মোঃ সোলায়ান।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন টিটিসরি প্রশিক্ষক মোঃ আক্কাছ আলী,নড়াইল প্রেসক্লাব সদস্য সাংবাদিক আল আমিনসহ প্রমুখ। এছাড়া নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির বিভিন্ন বিভাগের প্রশিক্ষক প্রশিক্ষণার্থীরা সেমিনারে অংশ গ্রহণ করেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে