কুমিল্লা বার্ড-এর জন্য KOICA এর সহযোগিতায় প্রস্তাবিত প্রকল্পের বিষয়ে সভা অনুষ্ঠিত  

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১১

স্টাফ রিপোর্টার, কুমিল্লা
ছবি : যায়যায়দিন

অদ্য ২২ সেপ্টেম্বর  বার্ডের জন্য KOICA এর সহযোগিতায় প্রস্তাবিত প্রকল্পের বিষয়ে পল্লী উন্নয়ন সমবায় বিভাগের মাননীয় সচিব জনাব মোসাম্মৎ শাহানারা খাতুন -এর সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়, ঢাকায় একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় পল্লী উন্নয়ন সমবায় বিভাগের মাননীয় সচিব মহোদয় বলেন, KOICA বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। তিনি আরও বলেন KOICA এবং বার্ড-এর পূর্বেও যৌথভাবে সফল প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা রয়েছে। 

তিনি আশাবাদ ব্যক্ত করেন ভবিষ্যতেও KOICA ও বার্ড যৌথভাবে পল্লী অঞ্চলের জনগণের জীবন মান উন্নয়নে কাজ করবে। 

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বার্ড-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব সাইফ উদ্দিন আহমেদ, KOICA বাংলাদেশ অফিসের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর, জনাব জুনসু কিম, জনাব রঞ্জন কুমার গুহ, পরিচালক (প্রকল্প), বার্ড এবং জনাব মোঃ আবু তালেব, যুগ্মপরিচালক (প্রকল্প), বার্ড। 

যাযাদি/ এম