সোনাগাজীতে শিশু ধর্ষণ চেষ্টার বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩০

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ফেনীর সোনাগাজীতে তৃতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা ও  বিচার চাওয়ায় পরিবারের ওপর হামলার ঘটনায় বখাটেদের  দৃষ্টান্তমূলক বিচার চেয়ে মানববন্ধন করেছে শিশু শিক্ষার্থীর সহপাঠি ও সর্বস্তরের এলাকাবাসী।

রোববার সকালে ছোটধলী বাজারে আয়োজিত মানববন্ধনে ছোটধলী সাইদীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা গোফরান উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুছাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ শাহাজালাল, স্থানীয় ইউপি সদস্য মোঃ রাশেদ,  ছোটধলী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক  মাওলানা ফরিদ উদ্দিন, শিক্ষক আহমদ উল্লাহ, জাকির হোসেন রাশেদ।
সঞ্চালনা করেন মাওলানা ইব্রাহিম মারুফ।

ভিকটিম শিশু ছোটধলী মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী, এবং পশ্বিম  চরদরবেশ গ্রামের  একরামুল হকের মেয়ে।
মানববন্ধনে বক্তাগণ ধর্ষণ চেষ্টা ও তৎপরবর্তি ভিকটিম পরিবার কে হামলা ও হুমকির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।

ভিকটিমের মাতা আম্মিয়া খাতুন বলেন, আমার মেয়ের উপর নির্যাতনের বিচার চাওয়ায় বখাটে জাহেদ তার লোকজন নিয়ে এসে আমাদের ওপর হামলা করে, এই ঘটনায় মুখ খুললে আমাদের মেরে এলাকাছাড়া করার হুমকি দেয়।

যাযাদি/ এসএম