শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

মাজারে ও দেশের বিভিন্ন স্থানে কর্মীদের উপর হামলার জড়িতদের বিচার চান ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান

চাঁদপুর প্রতিনিধি
  ২১ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৪
ছবি : যায়যায়দিন

দেশের বিভিন্ন মাজারে ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুষ্ঠানে ও প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ আল মুজাদ্দেদী।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত শান্তি ও সম্প্রীতি সমাবেশে তিনি এই দাবি জানান।

তিনি বলেন, যারা আজকে দেশে সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টি করতে চায় তাদের দমন করতে হবে। যদি সরকার এতে ব্যর্থ হয় তাহলে আহলে সুন্নাত ওয়াল জামায়াত তাদের কঠোর হাতে দমন করবে বলেও হুশিয়ারি দেন তিনি।

সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম সমন্বয়ক খাজা আরিফুর রহমান তাহেরী নক্বশেবন্দী, আহলে সুন্নাত ওয়াল জামাতের চাঁদপুর জেলার সভাপতি ড. মাহবুবুর রহমানসহ হাজারো অনুসারী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে