পটুয়াখালিতে ইসলামি আন্দোলনের গণসমাবেশ 

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৪

পটুয়াখালী প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী গণসমাবেশের আয়োজন করে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী চৌরাস্তায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান।

গণসমাবেশে বক্তারা একটি ইসলামি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান, যা ইহকালীন ও পরকালীন মুক্তি নিশ্চিত করবে।

 বক্তারা বলেন, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং জাতীয় সংসদে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করা উচিত।

 গণসমাবেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সভাপতি মুফতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মুহা. নজরুল ইসলাম এবং সহ-সভাপতি মাওলানা মুহা. কাজী গোলাম সরোয়ারসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা দেশের সার্বিক উন্নয়নের জন্য ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন এবং জনগণের ইহকালীন ও পরকালীন কল্যাণের জন্য নীতিনিষ্ঠ নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা বলেন।

যাযাদি/ এম