নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় প্রচন্ড ঝড় ও বাতাসে গাছ ও বিদ্যুতের তার ছিঁড়ে বন্ধ হওয়া রাস্তা চলাচলের উপযোগী করে তুলছে ফায়ার সার্ভিসের কর্মীরা ।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে হঠাৎ প্রচন্ড ঝড় ও বাতাসে কেন্দুয়া পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কয়েক গজ দূরেই কেন্দুয়া টু চিরাং ব্যস্ততম রোডে একটি আকাশী ও একটি বিশাল শিশু গাছ ভেঙে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে । ফলে ভোগান্তিতে পড়ে রিকশা, অটোরিকশা, মোটর বাইক, টমটম ও ট্রাক চালকসহ পথচারীরা । পরে স্থানীয় বাসিন্দা ও উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহযোগিতায় উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই থেকে তিন ঘন্টা অক্লান্ত পরিশ্রমে চলাচলের উপযোগী করে তুলে রাস্তাটি । তবে এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার ।
স্থানীয় বাসিন্দা মোঃ আবুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক পরিশ্রম করেছেন ।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ আলী জানান, ফোন কল পেয়েই ফায়ার সার্ভিসের একটি টিম নিয়ে প্রায় আড়াই ঘন্টা কাজ করে রাস্তাটিকে জনসাধারণের চলাচলের উপযোগী করে তুলেছি । স্থানীয় বাসিন্দারাও যথেষ্ট সহযোগিতা করেছেন । তিনি আরো বলেন, এর ভেতরে পল্লী বিদ্যুতের একজন এসে পরিদর্শন করে গেছেন ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার জানান, স্থানীয় সংবাদকর্মীর মাধ্যমে বিষয়টি অবগত হয়ে পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসকে জরুরি নির্দেশনা দেয়া হয়।
যাযাদি/ এম