শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

নীলফামারীতে হত্যার হুমকি দিয়ে সরকারী জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৬
ছবি যাযাদি

নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাহালি পাড়া কাচারী বাজারে সরকারী জমি দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে একই পরিবারের মৃত ছাদাখাতুল বারীর ছেলে মোঃ নুরুজ্জামান (৫৫) ছোট ভাই মোঃ সিদ্দিক(৪০) ছেলে মোঃ রানা (৩৫) এর বিরুদ্ধে।

স্থানীয় কাঠ ব্যবসায়ী মোঃ জহুরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

মোঃ জহুরুল ইসলাম জানান, আমার ফার্নিচার ও ঘড়ির দোকানের সামনের অংশ ভাঙচুর করে প্রশাসনের অনুমতি ছাড়াই ইট সিমেন্ট দিয়ে পাকা স্থাপনা নির্মাণ করছে। আমরা বাধা দিতে গেলে আমাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে ও হুমকি প্রদর্শন করে যে, এই এলাকা থেকে দোকান সরিয়ে না নিলে হত্যা করার হুমকি প্রদর্শন করে।

জানতে চাইলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ মলি আক্তার জানান, এই মাত্র জানলাম বিষয়টি দেখছি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল হক জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে