ফেনীতে যৌথবাহিনীর অভিযানে যুবলীগ নেতা রাব্বি গ্রেপ্তার

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩০

ফেনী প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

ফেনীতে যৌথবাহিনীর অভিযানে কাজী রশিদ আহাম্মদ রাব্বি নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  হত্যা কান্ডের  ঘটনায় তাকে আসামি  হিসেবে  গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পৌরসভার সহদেবপুর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাব্বি ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের আলোকদিয়া এলাকার কাজী শামসুদ্দিনের ছেলে। তিনি কালিদহ ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

জানা গেছে, যৌথবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যার দিকে ফেনীর মহিপাল আর্মি ক্যাম্পে দায়িত্বরত মেজর ফাহিম মোনায়েমের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন। 

এতে ফেনী পৌরসভার সহদেবপুর এলাকায় অভিযান চালিয়ে কাজী রশিদ আহাম্মদ রাব্বিকে আটক করা হয়।

পরে শহরের পুরাতন জেল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জাফর আহম্মদ (৫৩) নামে এক টমটম চালককে হত্যার ঘটনায় দায়েরকৃত এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ফেনী মডেল থানা সূত্রে জানা যায়, টমটম চালক হত্যা মামলায় এ যুবলীগ নেতা এজাহারভুক্ত আসামি।

এ মামলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে প্রধান করা হয়। এছাড়া মামলায় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ ২০৫ জনের নামোল্লেখ ও আরও ১০০-১০৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর নিহত জাফরের স্ত্রী আছিয়া বেগম বাদী হয়ে ফেনী মডেল থানায় এ মামলা দায়ের করেন।  

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, যৌথবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়। টমটম চালক জাফর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (২১ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছে কমপক্ষে  বারোজন।মামলা হয়েছে  আটটির মতো। আসামি করা হয়েছে  কমপক্ষে  তিনহাজার।  আটক করা হয়েছে প্রায় দশজনকে।

যাযাদি/ এম