উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে  জি-থ্রি রাইফেলসহ আরসার কমান্ডার আটক  

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫২

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় ক্যাম্পে  জি-থ্রি রা’ইফেল ও গুলিসহ মিয়ানমারের সশস্ত্র গো’ষ্ঠী আরকান স্যালভেশন আর্মির  এক কমান্ডারকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার  ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা ১৩ নম্বর রো’হিঙ্গা ক্যাম্পের এ-ব্লকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নুরুল ইসলাম তানজিমারখোলা ১৩ নম্বর রো’হিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকের বাসিন্দা।  তার  পিতার নাম গুলা হোসেন।

রোহিঙ্গা আশ্রয় ক্যাম্পে  নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আমির জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটক ব্যক্তির দেওয়া তথ্য মতে আরসার গোপন একটি আস্তানায় তল্লাশী চালিয়ে বিদেশি একটি জি-ত্রি রা’ইফেল ও ১০ টি গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

যাযাদি/ এসএম