শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

সাতকানিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী ও সহযোগী সম্মেলন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৩
ছবি : যায়যায়দিন

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের কলিজার টুকরো শহীদদের আন্দোলন ও রক্তের বিনিময়ে ৫ ই আগস্ট স্বৈরচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। যারা ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সেক্রেটারি মুহাম্মদ ইসহাক।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ছদাহা মোহাম্মদীয়া খাইরিয়া আলিম মাদ্রাসার হলরুমে আয়োজিত কর্মী ও সহযোগী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় ছদাহা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনে সভাপতি মাওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে ও বদিউল আলম রাশেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারন সম্পাদক আরিফুল রশিদ, সাতকানিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. ইউনুস, সাধারন সম্পাদক দিদারুল ইসলাম, ছদাহা ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর ফৌজুল কবির।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য তৌহিদুল ইসলাম, ফারুক, রুকুন উদ্দিন, আব্দুল মন্নান, আনোয়ার শহীদসহ ছদাহা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে