পার্বতীপুরে এতিমখানা লিল্লাহ্ বোডিং ও একাডেমিক মাদ্রাসার ভবন উদ্বোধন

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৪

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

দিনাজপুরের পার্বতীপুরে উত্তর দরিখামার এতিমখানা,লিল্লাহ্ বোডিং ও একাডেমিক  মাদ্রাসার ভবনের উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা চত্বরে ফিতা কেটে ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এজেডএম মেনহাজুল হক।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে জমিরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমানের সঞ্চালনায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কাওছার আহম্মেদ সভাপতিত্ব করেন।

এ সময় মোহতামিম হাফেজ মাওঃ মোঃ মশিউর রহমান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাফেজ উদ্দীন, মোস্তাফিজার রহমান, বিশিষ্ট ঠিকাদার ও টাইলস মিস্ত্রী আলী হোসেন, মো: সাজ্জাদ হোসেন, মো: সাদ্দাম হোসেন,রেজাউল করিম, রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা মহিলা দলের প্রচার সম্পাদক ও পার্বতীপুর উপজেলা মহিলা দলের সম্পাদিকা মরিয়ম পারভীন, সমাজ সেবক আলী হোসেন সহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী,এলাকাবাসী ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উত্তর দরিখামার এতিমখানা, লিল্লাহ্ বোডিং ও একাডেমিক মাদ্রাসার সার্বিক কার্যক্রম কোন প্রকার সরকারি অনুদান ছাড়াই এলাকাবাসীর সহযোগীতায় পরিচালিত হয়ে আসছে। প্রত্যন্ত অঞ্চলে অবস্থানের কারণে দীর্ঘদিন যাবত মাদ্রাসাটি অবহেলিত হওয়ায় এর কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

যাযাদি/ এসএম