শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

বরুড়ায় আলো পাঠাগার কর্তৃক কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ

বরুড়া প্রতিনিধি
  ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫
ছবি : যায়যায়দিন

কুমিলার বরুড়ায় কেমতলী আলো পাঠাগার কর্তৃক কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

শুক্রবার ২০ সেপ্টেম্বর উপজেলার কেমতলী আলো পাঠাগার এর নিজস্ব কার্যালয়ে বিনামূল্যে বিভিন্ন স্কুল কলেজ ও ভার্সিটির অসহায় ও দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের ৩ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষন প্রাপ্ত ৬০ জন শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়।

এদিন আলো পাঠাগার এর প্রতিষ্ঠাতা ও একেএইস গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক মোঃ আনিসুর রহমান এর পরিচালনায় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আলো পাঠাগার ও সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে বিভিন্ন দূর্যোগ ও প্রতিকূল পরিস্থিতিতে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এছাড়াও সম্প্রতি কুমিল্লা নোয়াখালী ও ফেনী এলাকার বিভিন্ন স্থানে বন্যায় পানিবন্দি অসহায় মানুষের মাঝে পর্যাপ্ত খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে