শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

চাটমোহরে ছাত্রজনতার মানববন্ধন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
  ২০ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৩
ছবি : যায়যায়দিন

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে তোফাজ্জল হোসেন ও শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় ন্যায় বিচার দাবি করে এবং মব জাস্টিস এর বিরুদ্ধে মানব বন্ধন করেছে পাবনার চাটমোহর উপজেলার ছাত্র-জনতা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলে এই মানব বন্ধন।

বক্তারা বলেন, যে রক্ত ও ত্যাগের বিনিময়ে স্বৈরাচারী হাসিনার কবল থেকে বাংলাদেশের মানুষ নতুন স্বাধীনতা পেয়েছে তাকে কোন ভাবেই ধুলিস্যাৎ হতে দেওয়া যাবে না।

মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে যেভাবে পশুর মত পিটিয়ে মেরে ফেলা হলো তা কোনভাবেই সভ্য সমাজে ঘটতে পারে না ।

আমরা সকল প্রকার মব জাস্টিসের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । আমরা ইউনূস সরকারের কাছে এই হত্যাকাণ্ডের, দেশের প্রচলিত আইনে কঠিন ও কঠোরতম শাস্তির দাবি জানাই ।

ভবিষ্যতেও যেন এরকম ভাবে কোন তোফাজ্জলকে আর প্রাণ দিতে না হয় সে ব্যাপারে সরকারকে কঠোর পদক্ষেপের আহবান জানাই।

ঢাকা বিশ্ববিদ্যায় ও জাহাঙ্গীর নগর বিশ্বিদ্যালয় আমাদের দেশের দুইটি সেরা প্রতিষ্ঠান । এখানেই যদি মব লিঞ্চিং নামক অসভ্য বর্বর নির্যাতনের ঘটনা ঘটে তাহলে মানুষ কোথায় ভরসা পাবে ।

মানব বন্ধনে ছাত্র জনতার পক্ষে বক্তব্য রাখেন, ফয়সাল হোসেন, সেজান রহমান,আসাদুজ্জামান লেবু,শেখ জাবের আল শিহাব সহ আরো অনেকে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে