শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

নীলফামারীর মডেল মসজিদে থ্রি হুইলার প্রদান

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৪
ছবি : যায়যায়দিন

নীলফামারী জেলা শহরের হাড়োয়া এলাকায় অবস্থিত সদর উপজেলা মডেল মসজিদে সৌর বিদ্যুৎ চালিত লিথিয়াম আয়ন ব্যাটারী দ্বারা পরিচালিত ইলেকট্রিক থ্রি হুইলার প্রদান করা হয়েছে। শুক্রবার মসজিদ প্রাঙ্গনে জুম্মার নামাজে অংশ নেওয়া মুসল্লীদের উপস্থিতিতে ওই হুইলারটি প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাড়ির চাবি হস্তান্তর করেন মডেল মসজিদের জমি দাতা জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাফর ইকবাল সিদ্দিকী। গাড়িটি গ্রহন করেন মডেল মসজিদের পেশ ইমাম মুফতি আজিজুর রহমান শাহীন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মোজাম্মেল হক সিদ্দিকী, মোঃ মজিবর রহমান, আবুল কালাম আজাদ সরকার, মোঃ নজমুল ইসলাম, আবুল হাসেম রিপন প্রমুখ।

বাঘ ইকো মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জসিমুল জানান, মসজিদের সার্বিক তত্বাবধানে আর্থিক সুবিধার্থে বাঘ ইকো মোটরস লিমিটেডের সৌজন্যে ওই থ্রি হইলারটি প্রদান করা হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে