শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

ভাঙ্গুড়ায় দুর্গাপূজায় আইনশৃংখলা নিয়ন্ত্রণে আনসার-ভিডিপি'র সদস্যদের বাছাই অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
  ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৬
ছবি : যায়যায়দিন

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা আনছার-ভিডিপি অফিসের আয়োজনে আসন্ন শারদীয়া দুর্গাউৎসব ধর্মীয়ভাব গাম্ভীরে‌্যর সাথে পালনের জন্য মন্দিরওয়ারী আনসার-ভিডিপি সদস্য/সদস্যাদের নিয়োগের জন্য প্রশিক্ষিতদের মধ্য থেকে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)দিনব্যাপী ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চত্বরে বাছাই কার্যক্রমে উপস্থিত থেকে তত্বোবোধয়ের দায়িত্ব পালন করেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনার জেলা কমান্ডডেন্ট মো. সাজ্জাদ মাহমুদ।

সহযোগিতায় ছিলেন,সহকারী জেলা কমান্ডডেন্ট শাহ আলম, আটঘরিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জেসমিন সুলতানা, চাটমোহর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ওমর ফারুক, ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সামিউল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সাখাওয়াত হোসেন প্রমুখ।

ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল জানান, উপজেলার মোট ২০টি পূজা মন্ডপের জন্য প্রাথমিকভাবে ৪০জন মহিলা এবং ৮০জন পুরুষ আনসার ও ভিডিপি'র সদস্য বাছাই করা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে