শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

মনোহরদীতে প্রবাসীর অর্থ আত্মসাতকারীর বিচারের দাবিতে মানববন্ধন

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
  ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫
ছবি : যায়যায়দিন

নরসিংদীর মনোহরদীতে আবু রায়হান নামে এক প্রবাসীর ১৭ লাখ টাকা আত্মসাতকারী সাথি আক্তারের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

বুধবার ( ১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কৃষ্ণপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক গ্রামবাসী অংশ নেয়।

মানববন্ধনে বক্তরা বলেন, কৃষপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী সাথি আক্তার এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে বিভিন্ন সময় প্রতারণা করে অর্থ আত্মসাত করে আসছে। ওই গ্রামের রেখা আক্তারের কাছ থেকে ছেলে প্রবাসী আবু রায়হানের পাঠানো ১৭ লাখ টাকা ব্যবসার কথা বলে নিয়ে তা আর ফেরত দেয়নি অভিযুক্ত সাথি। পরে সেই টাকা চাইতে গেলে বিভিন্ন সময় সাথি আক্তার ভুক্তোভোগী পরিবারকে ভয়ভীতি দেখিয়ে আসছে। পাওনা টাকা ফেরতসহ অভিযুক্তের বিচারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

এ ঘটনা বিষয়ে জানতে একাধিকবার অভিযুক্ত সাথী আক্তার এর মোবাইলে ফোন দিলে সে তার ফোন ধরেনি।

এ বিষয়ে মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে