আমি কাউকে মারতে আসিনি, বাঁচাতে এসেছি : বরিশালে নবাগত পুলিশ সুপার

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১১

বরিশাল অফিস
ছবি : যায়যায়দিন

বরিশালে নবাগত জেলা পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, আমি কাউকে মারতে আসিনি, বাঁচাতে এসেছি। পুলিশকে অবশ্যই বদলাতে হবে। কর্তা যদি ভালো হয় অধনস্তরা ভালো হতে বাধ্য হবে। পুলিশের মধ্যে পোষ্টিং পলিসি করা হবে, যাতে করে তারা সাচ্ছন্দে কাজ করতে পারে। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এদিনই তিনি বরিশাল পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। 

মতবিনিময় সভায় তিনি আরো বলেন, সমাজের সমস্যা দুরিকরনে ইউনিয়ন পর্যায় নাগরিক কমিটি করা যেতে পারে। তবে এখন একটা পরিবর্তন শুরু হয়েছে। আশাকরি সেটা সকল জায়গায় প্রভাব পড়বে। তবে পুলিশ দিয়ে কাজ করাতে হলে তাদের মধ্যকার বৈষম্য দুর করতে হবে। তিনি জেলা আইনশৃংখলা উন্নয়নে সকল পেশাজীবীদের সহযোগীতা কামনা করেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রেজোয়ান আহামেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহিদুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মো. ফরহাদ সরদারসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সংবাদকর্মীগণ। 

যাযাদি/ এসএম

বরিশালে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় নবাগত জেলা পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন।