শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে সেনাবাহিনীর টিন বিতরণ

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৬
সংগৃহীত ছবি

কুমিল্লার মনোহরগঞ্জে বন্যায় অধিক ক্ষতিগ্রস্থ হতদরিদ্রদের মাঝে টিন বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলার দিশাবন্দের রোজিনা আক্তার, পশ্চিম বাতাবাড়িয়ার আলমগীর হোসেন, খানাতুয়ার হোসনেয়ারা বেগম, গাঞ্জিয়াপাড়ার আকলিমা, উদাইশের রোজিনা বেগম, তালতলার দুলাল ও জামেনা বেগমসহ ৭টি পরিবারকে ৪ বান করে টিন প্রদান করা হয়। এ সময় প্রত্যেক পরিবারকে ৪ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। বন্যার মাঝে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ঘরে এখনো উঠতে পারেননি উপজেলার পশ্চিম বাতাবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের পরিবার। সেনাবাহিনীর কাছ থেকে টিন সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে তার পরিবার। ত্রাণ বিতরণ, খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ, বন্যায় অধিক ক্ষতিগ্রস্থদের মাঝে টিন বিতরণসহ নানা কার্যক্রমে পাশে থেকে মানবিক সেবা প্রদান করায় সুবিধাভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা, আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সৈকত।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে