শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

মাদারীপুরে সরকারি স্কুলের শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২২
ছবি : যায়যায়দিন

মাদারীপুর জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে বুধবার মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শিক্ষকরা বিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি র‌্যালি নিয়ে মাদারীপুর জেলা প্রশাসকের বাস ভবনের সামনে গিয়ে দুপুর ১টার দিকে মানববন্ধন করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি মাদারীপুর জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি মোঃ ফরিদুল ইসলাম, একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আবুল কাসেম মিয়া, মোশারফ হোসেন, হযরত আলী মোল্লা, সোহেল গাজীসহ ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা।

এ সময় শিক্ষকরা অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার দেশের বিভিন্ন এলাকার সরকারি মাধ্যমিক শিক্ষকরা তাদের দাবি দাওয়া নিয়ে উচ্চ শিক্ষা অধিদপ্তরে (শিক্ষা ভবনের) সামনে কর্মসূচি করতে যায়। এসময় প্রকল্প থেকে নিয়োগ পাওয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারাসহ প্রকল্পের কতিপয় কর্মকর্তা শিক্ষকদের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে