পরিবেশ দিবস উপলক্ষ্যে বেলাবোতে আলোচনা সভা 

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৫

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

‘গাছ লাগাই,পরিবেশ বাঁচাই”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবো উপজেলার চর আমলাব মাধ্যমিক বিদ্যালয়ে  আলোচনা সভা, র‌্যালী ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে,বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশএর আয়োজনে, মালালা ফান্ডের অর্থায়নে ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভাব বাংলাদেশের  কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ্ নায়কের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল করিম। চর আমলাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের মাসুদের সঞ্চালনায়।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু রেজা, চর আমলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুল হক দানা, ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির, বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল, হাড়িসাংগান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রামপ্রসাদ সূত্রধর, বেলাবো প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক  আমিনুল হক, ভাব বাংলাদেশের আইটি ও প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন ও প্রোগ্রাম অফিসার মারহামা নূরে জান্নাত লিমা প্রমুখ।

আলোচনা সভা শেষে, বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও। ৪টি স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ উপস্থিত র‌্যালী প্রদর্শিত হয়।

যাযাদি/ এম