দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আলোচনা সভা করেছে জামায়াত ইসলাম ও ছাত্র শিবির। শনিবার দুপুরে উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর এ উপজেলায় প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে এমন আলোচনা সভা করে ইসলামিক এ সংগঠন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় এ আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও পটুয়াখালী জেলা জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ শাহ আলম। এ সময় বক্তৃতায় তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন হয়েছে। এখন আর সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপান চলবে না। আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি বন্ধ করতে চাই। এ দেশের মানুষের জন্য শান্তি-শৃঙ্খলা বজায় রাখার কাজ করবে বাংলাদেশ জামায়াত ইসলাম।
রাঙ্গাবালী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ কবির হুসাইনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, প্রধান বক্তা ইসলামী ছাত্র শিবিরের বরিশাল মহানগরের সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ান, বিশেষ বক্তা বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের রাঙ্গাবালী উপজেলা সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেন, ছাত্র শিবিরের পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুহাম্মদ মেহেদী হাসান নাহীদ, জামায়াতের রাঙ্গাবালী উপজেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মদ মাসুদুর রহমান, গলাচিপা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ জাকির হোসেন, ছাত্র শিবিরের পটুয়াখালী জেলার সাবেক সভাপতি মাওলানা ইয়াহ ইয়া খান প্রমুখ।
যাযাদি/ এসএম